সুন্দরবন ভ্রমনের এক রোমাঞ্চকর গল্প

                                  একটি ছোট নৌকা ঘন ম্যানগ্রোভ বনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, জলের উপর সূর্যের আলো ঝিকমিক করছে

শীতের ভোরের কুয়াশাচ্ছন্ন আকাশের নিচে, খুলনার মোংলা ঘাট থেকে আমাদের ছোট্ট ইঞ্জিনচালিত নৌকা ‘মা বনবিবি’ ছেড়ে দিল। গন্তব্য: সুন্দরবন – পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, রয়েল বেঙ্গল টাইগারের রাজ্য, রহস্য আর বিপদের লীলাভূমি। হৃদয়ে উত্তেজনার সাথে একটা অজানা শঙ্কাও কাজ করছিল। আমাদের সাথে ছিলেন অভিজ্ঞ গাইড আব্দুল ভাই, যাঁর চোখে সুন্দরবনের প্রতিটি গলি আর প্রতিটি ঝড়ের গল্প লেখা ছিল।

নৌকা পাশ কাটিয়ে যেতে লাগলো একের পর এক নদী আর খাল। পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী গাছগুলো জলে প্রতিবিম্বিত হয়ে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছিল। আব্দুল ভাই বললেন, "এই গাছগুলো সুন্দরবনের প্রাণ। জলের নিচে তাদের শিকড় মাটি ধরে রাখে, আর উপরে তাদের ছায়ায় বাঁচে হাজারো প্রাণী।" আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম সেই অসাধারণ স্থাপত্যের দিকে, যা প্রকৃতি নিজে গড়েছে।



                             কাদামাটির তীরে একটি স্পষ্ট বাঘের পায়ের ছাপ, আশেপাশে ম্যানগ্রোভের শিকড়

কয়েক ঘণ্টা যেতে না যেতেই আমরা পৌঁছে গেলাম কটকা বন্দর এলাকায়। নৌকা থেকে নেমে আমরা একটি ছোট্ট টহল পথে হাঁটা শুরু করলাম। হঠাৎ আব্দুল ভাই থেমে দাঁড়ালেন। তাঁর চোখ ধাঁধিয়ে গেল। কাদামাটির তীরে, ম্যানগ্রোভের শিকড়ের কাছে, একটি স্পষ্ট বাঘের পায়ের ছাপ! বিশালাকার, চারটি আঙুলের ছাপ, যা মনে করিয়ে দিল এই বনের অদৃশ্য রাজার উপস্থিতি। আমার বুক ধকধক করে উঠল। আব্দুল ভাই ফিসফিস করে বললেন, "খুব তাজা ছাপ। হয়তো গত রাতেই এই পথ দিয়ে গেছে। আমরা খুব কাছাকাছি।" সেই মুহূর্তে আমি বুঝলাম, সুন্দরবন শুধু সৌন্দর্যের নয়, এটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ।

আমরা সাবধানে এগিয়ে গেলাম। চারপাশে অদ্ভুত নীরবতা। শুধু পাখিদের কিচিরমিচির আর পাতার মর্মর শব্দ। হঠাৎ একটি ঝাঁক হরিণ দেখা গেল। তারা আমাদের দেখেই দ্রুত লাফিয়ে লাফিয়ে বনের গভীরে হারিয়ে গেল। তাদের ভয়ের চোখে আমি বাঘের ভয়ও দেখতে পেলাম। আব্দুল ভাই বললেন, "এরা বাঘের প্রিয় খাবার। তাই সবসময় সতর্ক থাকে।"



একটি নদীর তীরে কয়েকটি চিত্রা হরিণ জল পান করছে, পেছনে ঘন সবুজ বন

দুপুরের খাবার খেয়ে আমরা আবার নৌকায় উঠলাম। এবার গন্তব্য ছিল হিরণ পয়েন্ট। নৌকা চলছিল একটি খাল দিয়ে। হঠাৎ আব্দুল ভাই ইঞ্জিন বন্ধ করে দিলেন। তিনি আঙুল দেখিয়ে বললেন, "দেখুন!" নদীর তীরে, ঘাসের মধ্যে, কয়েকটি চিত্রা হরিণ শান্তভাবে জল পান করছিল। তাদের সুন্দর ছোট শিং, বাদামী দেহ, আর সতর্ক চোখ – সবই মনোমুগ্ধকর। আমরা নৌকা থেকে নীরবে তাদের দেখছিলাম। কিছুক্ষণ পর তারা আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে বনে ঢুকে গেল। সেই মুহূর্তটা আমার চোখে ভাসবে যাবে।

বিকেল হতেই আমরা ফিরে আসছিলাম। আকাশে সূর্য ডুবতে শুরু করেছে। সুন্দরবনের সূর্যাস্ত এক অদ্ভুত রূপ নেয়। আকাশ রাঙিয়ে উঠল লাল, কমলা, বেগুনি রঙে। সেই রঙ নদীর জলে পড়ে এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করল। ম্যানগ্রোভ গাছগুলো কালো রেখার মতো দাঁড়িয়ে ছিল সেই জ্বলন্ত আকাশের বিপরীতে। নৌকার উপর দাঁড়িয়ে আমি সেই দৃশ্য দেখছিলাম, আর ভাবছিলাম প্রকৃতির এই অপরূপ সৃষ্টির কথা। আব্দুল ভাই বললেন, "এই সুন্দরবন আমাদের মা। ও আমাদের বাঁচায়, আমাদের রক্ষা করে। কিন্তু আমরা ওকে ঠিকমতো রক্ষা করতে পারছি কি?"

সন্ধ্যা নামল। আমরা ফিরে এলাম মোংলা ঘাটে। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষ। কিন্তু সুন্দরবনের স্মৃতি আমার হৃদয়ে গেঁথে গেল। বাঘের পায়ের ছাপের ভয়, হরিণের দলের সৌন্দর্য, ম্যানগ্রোভের রহস্যময় পথ, আর সূর্যাস্তের অপরূপ রূপ – সবকিছুই এক অমোঘ অভিজ্ঞতা হয়ে রইল।

ফিরে আসার পথে আমি ভাবছিলাম, সুন্দরবন শুধু একটি বন নয়, এটা একটি জীবন্ত সত্তা। এর প্রতিটি পাতা, প্রতিটি জলের ফোঁটা, প্রতিটি প্রাণী এক একটি গল্প বলে। আমরা যদি এই বনকে রক্ষা না করি, তাহলে হারিয়ে যাবে না শুধু বাঘ, হারিয়ে যাবে আমাদের নিজেদের অস্তিত্বের ভিত্তি। সুন্দরবনের ডাক আমাকে বলল, "আমাকে বাঁচাও, তোমার ভবিষ্যৎ বাঁচাও।" 



সেই রাতে ঘাটে ফিরে আমি দেখলাম, অন্ধকারে সুন্দরবনের রূপরেখা এক রহস্যময় শক্তির মতো দাঁড়িয়ে আছে। জ্যোৎস্না আর তারার আলোয় নদীর জল চকচক করছে। দূরে একটি নৌকার আলো দেখা যাচ্ছে, যেন বনের হৃদয়ে একটি প্রদীপ জ্বলছে। সুন্দরবন তার রাতের রূপেও এক অদ্ভুত আকর্ষণ ছড়ায়। আমি জানি, এই বন আমাকে আবার ডাকবে। তার রহস্য, তার ভয়, তার সৌন্দর্য – সবকিছু মিলিয়ে সুন্দরবন এক অমোঘ টান, যা যেকোনো অভিযাত্রীর হৃদয়ে গেঁথে থাকে চিরকাল।





An exciting story of a trip to the Sundarbans


A small boat moves through a dense mangrove forest, the sunlight shimmering on the water

Under the misty sky of a winter morning, our small engine-powered boat ‘Maa Banbibi’ left Khulna’s Mongla Ghat. Destination: Sundarbans – the world’s largest mangrove forest, the kingdom of the Royal Bengal Tiger, a playground of mystery and danger. Along with excitement, an unknown fear was also working in our hearts. We were accompanied by our experienced guide Abdul Bhai, whose eyes had written the story of every lane and every storm in the Sundarbans.

The boat began to pass by one river and canal after another. The beautiful trees standing beside it were reflected in the water, creating a strange beauty. Abdul Bhai said, “These trees are the soul of the Sundarbans. Their roots hold the soil under the water, and thousands of animals live in their shade above.” I stared in fascination at the extraordinary architecture that nature itself had created.

A clear tiger footprint on the muddy bank, mangrove roots nearby

Within a few hours, we reached the Katka port area. We got off the boat and started walking along a small patrol path. Suddenly Abdul Bhai stopped. His eyes were caught. On the muddy bank, near the mangrove roots, there was a clear tiger footprint! A huge, four-fingered print, which reminded me of the presence of the invisible king of the forest. My chest was pounding. Abdul Bhai whispered, "Very fresh print. Maybe it passed this way last night. We are very close." At that moment, I understood that the Sundarbans is not only beautiful, it is a crossroads of life and death.

We moved forward carefully. There was a strange silence all around. Only the chirping of birds and the rustling of leaves. Suddenly, a herd of deer appeared. Seeing us, they quickly jumped and disappeared into the depths of the forest. I could see the fear of the tiger in their fearful eyes. Abdul Bhai said, "They are the tiger's favorite food. That's why they are always alert."

A few cheetahs drinking water on the bank of a river, with a dense green forest behind them

After lunch, we boarded the boat again. This time the destination was Hiran Point. The boat was sailing along a canal. Suddenly Abdul Bhai stopped the engine. He pointed and said, "Look!" On the bank of the river, in the grass, a few cheetahs were drinking water calmly. Their beautiful small antlers, brown bodies, and alert eyes – all were charming. We were watching them silently from the boat. After a while, they sensed our presence and quickly ran into the forest. That moment will remain in my mind.

Sunset on the river in the Sundarbans, red-orange splashes in the sky, its reflection in the water

We were returning in the afternoon. The sun was starting to set in the sky. The sunset in the Sundarbans took on a strange form. The sky was painted in red, orange, and purple. That color fell on the river water and created an unearthly scene. The mangrove trees stood like black lines against the burning sky. Standing on the boat, I was watching that scene and thinking about this wonderful creation of nature. Abdul Bhai said, "This Sundarbans is our mother. She saves us, protects us. But are we able to protect her properly?"

Evening fell. We returned to Mongla Ghat. The short two-day trip was over. But the memories of the Sundarbans were etched in my heart. The fear of the tiger's footprints, the beauty of the herd of deer, the mysterious path of the mangroves, and the wonderful form of the sunset - everything remained an unforgettable experience.

On the way back, I thought, the Sundarbans is not just a forest, it is a living entity. Every leaf, every drop of water, every animal tells a story. If we do not protect this forest, not only will the tigers be lost, but the foundation of our own existence will be lost. The call of the Sundarbans told me, "Save me, save your future."

The outline of the Sundarbans in the darkness of the night, the stars and the stars in the sky, the light of the boat on the river

That night, returning to the ghat, I saw that the outline of the Sundarbans stood like a mysterious force in the darkness. The water of the river was sparkling in the light of the stars and the stars. The light of a boat was visible in the distance, as if a lamp was burning in the heart of the forest. The Sundarbans radiated a strange charm even in its night form. I know that this forest will call me again. Its mystery, its fear, its beauty - all together, the Sundarbans are an indelible attraction, which remains in the heart of any adventurer forever.
 


Comments

Popular posts from this blog

Travel to Bangladesh in Sitakunda

সীতাকুণ্ড ভ্রমণ